রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৪৪:০৪

৫০০ বছরের স্বর্ণখচিত আল কোরআন উদ্ধার

৫০০ বছরের স্বর্ণখচিত আল কোরআন উদ্ধার

ইসলাম ডেস্ক : প্রায় ৫০০ বছর আগের স্বর্ণখচিত কোরআন পাওয়া গেছে করেছে ভারতের মহীশুরে। এই খণ্ডটিতে মোট ৬০৪টি পৃষ্ঠা রয়েছে। যার সবগুলো পৃষ্ঠাই স্বর্ণখচিত। ধারণা করা হচ্ছে, পবিত্র কোরআনের খণ্ডটি মোঘল সম্রাট আকবরের আমলের। সে হিসেবে প্রায় ৫০০ বছর বয়স হবে এই গ্রন্থের।


ভারতীয় প্রখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক শেখ আলী বলেন, তুর্কি জাদুঘরে সংরক্ষিত পবিত্র কোরআনের প্রাচীনতম কপিটির চেয়েও এই কপিটি পুরানো। ১০৫০ খ্রিস্টাব্দ থেকে ১৬০৫ খ্রিস্টাব্দের মধ্যে এটি লেখা হয়েছিল বলে তার ধারণা।

দেশটির একটি চক্র এই দুর্লব গ্রন্থটি ৫ কোটির রুপির অধিক দামে বিক্রির চেষ্টা করছিল বলে দাবি হরেছেন হীশুরের পুলিশ সুপার অভিনব কর। তিনি জানান, এর সঙ্গে জড়িত থাকার দায়ে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নানা অভিযোগ আনা হয়েছে।

অভিনব কর জানান, ওই চক্রটির মূল হোতার নাম সনাথ। তার কাছেই কোরআনের স্বর্ণখচিত এ কপিটি ছিল। তার নেতৃত্বে দুর্বৃত্ত দলটি সম্ভাব্য ক্রেতাদের মোবাইলে এই গ্রন্থের ছবি দেখিয়ে তাদের আকৃষ্ট করার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে তারা বিষয়টির সত্যতা স্বীকার করে। সূত্র: দ্য সিয়াসাত ডেইলি।
১৪ আগস্ট ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে