রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৫১:৫৪

নামাজের আগে অবশ্যই ৯টি শর্ত পূরণ করতে হবে

ইসলাম ডেস্ক: নামাজ মুসলমানদের জন্য মহান আল্লাহ তা’য়ালা ফরয করেছে বলে দায় সারাভাবে নামাজ আদায় করলে তা কবুল হবে না। বরং তা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়ে পাপ হবে।  তাই নামাযি ব্যক্তিকে নামাজে দাঁড়ানোর আগে অবশ্যই অন্তত ৯টি শর্ত পূরণ করতে হবে।

শর্তগুলো হলো-
১। নামাযীকে প্রকৃত মুসলিম হতে হবে
২। জ্ঞানসম্পন্ন হতে হবে। (পাগল বা জ্ঞানশূন্য হবে না)
৩। বিবেকসম্পন্ন হতে হবে। (সাত বছরের নিম্ন বয়সী শিশু হবে না)
৪। (ওযু-গোসল করে) পবিত্র হতে হবে
৫। নামাযের সঠিক সময় হতে হবে
৬। শরীরের লজ্জাস্থান আবৃত হতে হবে
৭। শরীর, পোশাক ও নামাযের স্থান থেকে নাপাকী দূর করতে হবে
৮। কিবলার দিকে মুখ করতে হবে
৯। মনে মনে নিয়ত করতে হবে
৩ আগস্ট,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে