রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৫৩:১১

যে সময়ে নামাজ পড়া নিষিদ্ধ

যে সময়ে নামাজ পড়া নিষিদ্ধ

ইসলাম ডেস্ক: মহান আল্লাহ তা’য়ালা শেষ নবী হযরত মুহাম্মাদ (সা.) এর উম্মতদের উপর দিনে পাঁচ ওয়াক্ত নামাজ ফরয করেছেন। তবে দিবারাত্রে এমন কিছু সময় আছে যেই সময়ে নামাজকে নিষিদ্ধ করা হয়েছে।

মূলত দিবারাত্রে পাঁচটি সময়ে নামাজ পড়া নিষিদ্ধ; মহানবী (সাঃ) বলেন,
(১) “আসরের নামাজের পর সূর্য না ডোবা পর্যন্ত আর কোন নামায নেই এবং
(২) ফজরের নামাজের পর সূর্য না ওঠা পর্যন্ত আর কোন নামায নেই।” (বুখারী, মুসলিম, মিশকাত ১০৪১ নং)

উক্ববা বিন আমের (রাঃ) বলেন, আল্লাহর রসূল (সাঃ) আমাদেরকে তিন সময়ে নামাজ পড়তে এবং মুর্দা দাফন করতে নিষেধ করতেন;

(৩) ঠিক সূর্য উদয় হওয়ার পর থেকে একটু উঁচু না হওয়া পর্যন্ত,
(৪) সূর্য ঠিক মাথার উপর আসার পর থেকে একটু ঢলে না যাওয়া পর্যন্ত এবং
(৫) সূর্য ডোবার কাছাকাছি হওয়া থেকে ডুবে না যাওয়া পর্যন্ত। (মুসলিম, আহমাদ, মুসনাদ, আবূদাঊদ, সুনান, নাসাঈ, সুনান, ইবনে মাজাহ্‌, সুনান, মিশকাত ১০৪০ নং) যেহেতু এই সময়গুলিতে সাধারণত: কাফেররা সূর্যের পূজা করে থাকে তাই। (মুসলিম, মিশকাত ১০৪২ নং)
৩ আগস্ট,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে