রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৫৯:২২

কি বলছে ইসলাম, অমুসলিমরা মসজিদে প্রবেশ করতে পারবে কি?

ইসলাম ডেস্ক: অনেক সময় বিশেষ করে মসজিদে যখন তাবলীগ জামাতের সদস্যরা আসেন তখন উনারা ধর্মী কথাবার্তা শোনার জন্য অনেককেউ মসজিদেদ আসার জন্য দাওয়াত দিয়ে থাকেন। তাবলিগ জামাতের দাওয়াত পেয়ে ইসলামের কথাবার্তা শুনতে অথবা কোন অমুসলিম নিজে থেকেই যদি মসজিদে প্রবেশ করে তাহলে কি হবে? ইসলামই বা এ ব্যাপারে কি বলছে? চলুন জেনে নিই।


ইসলামের কথাবার্তা শুনতে কেউ যদি মসজিদে প্রবেশ করে তাহলে তা জায়েজ। এতে কোনো সমস্য নেই। হাদীস শরীফে এসেছে,‘রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু ছাকিফ গোত্রের কাফের প্রতিনিধি দলকে মসজিদে রেখেছিলেন, যাতে তারা কুরআন শুনে দ্বীনের দিকে ধাবিত হয়। অতএব হিন্দু বা অমুসলিম কাউকে মসজিদে নিয়ে আসাটা কোনো অন্যায় নয়। (শরহুস সিয়ারুল কাবীর ১/৯৬; বাদায়েউস সানায়ে ৪/৩০৭; আলমুহীতুল বুরহানী ৮/৬৮; খুলাসাতুল ফাতাওয়া ৪/৩৭৭; আলজামিউস সগীর ৪৮২; আলবাহরুর রায়েক ৮/২০৩; আহকামুল কুরআন জাসসাস ৩/৮৮)।
৬ আগস্ট,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে