রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ১০:২৫:৫০

কদরের রাতে ঋণমুক্তির এই দোয়াটি বেশি বেশি আমল করুন

ইসলাম ডেস্ক: জীবনে চলার পথে অনেক সময় আমরা ঋণগ্রস্থ হয়ে পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন ‍ঋণ থেকে মুক্তি দেয়। তাই শবে কদরের রাতে আল্লাহ পাকের দরবারে ঋণমুক্তির এই দোয়াটি বেশি বেশি আমল করা দরকার।


হযরত আলী (রা.) বর্ণিত একটি হাদিসে আছে, একদিন হজরত আলী (রা.)-এর নিকট এক চুক্তিবদ্ধ দাস এসে বলল, আমি চুক্তির অর্থ আদায়ে অক্ষম, আপনি আমাকে সাহায্য করুন। হজরত আলী (রা.) বললেন, আমি কী তোমাকে এমন কিছু (দোয়া) বাক্য শিখিয়ে দেব- যেগুলো নবী করিম (সা.) আমাকে শিখিয়েছিলেন? (এগুলো পাঠ করলে) তোমার ওপর যদি পাহাড় পরিমাণ ঋণও থাকে আল্লাহতায়ালা তা আদায়ের ব্যবস্থা করে দিবেন। এরপর তিনি এই দোয়াটি বলেন-

اللَّهُمَّ اكْفِني بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ ، وَأغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِواكَ
উচ্চারণ : আল্লাহুম্মাকফিনী বি হালালিকা আন হারামিকা, ওয়া আগনিনী বিফাজলিকা আম্মান সিওয়াকা।

অর্থ : হে আল্লাহ! আমাকে এতটুকু পরিমাণ হালাল রিজিক দান কর যা আমার জন্য যথেষ্ট হবে এবং হারাম অর্থের কোনো প্রয়োজন হবে না। তুমি ব্যতীত আর সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দাও।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে