রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৪০:৪৮

এই ১০টি আলামতের পরেই কিয়ামত আসবে

এই ১০টি আলামতের পরেই কিয়ামত আসবে

ইসলাম ডেস্ক: মহান আল্লাহ তায়ালা একদিন এই সুন্দর পৃথিবী ধ্বংস করে দেবেন। আল্লাহ তায়ালা পৃথিবী কখন ধ্বংস করবেন কিংবা কি কারণে ধ্বংস করবেন এ বিষয়ে পবিত্র কোরআন ও হাদিসে অনেক ব্যাখ্যা রয়েছে। তবে আল্লাহ তায়ালা পৃথিবী ধ্বংসের আগে বা কিয়ামতের আগে অনেক আলামত সৃষ্টি করবেন। নিচে হাদিসের আলোকে কিয়ামতের পর্বের ১০টি আলামত তুলে ধরা হলো-

১. ধোঁয়া, যা পূর্ব হ’তে পশ্চিম প্রান্ত পর্যন্ত এক নাগাড়ে চল্লিশ দিন বিস্তৃত থাকবে।
২. দাজ্জাল বের হবে।
৩. চতুষ্পদ জন্তু বের হবে।
৪. পশ্চিমাকাশ হ’তে সূর্য উদিত হবে।
৫. ঈসা ইবনু মারিয়াম আকাশ হ’তে অবতরণ করবেন।
৬. ইয়া‘জূজ মা‘জূজ বের হবে।
৭. পূর্বাঞ্চলে ভূমিধস হবে।
৮. পশ্চিমাঞ্চলে ভূমিধস হবে।
৯. আরব উপদ্বীপে ভূমিধস হবে।
১০. সবশেষে ইয়ামান হ’তে এমন এক আগুন বের হবে যা মানুষকে তাড়িয়ে একটি সমবেত হওয়ার স্থানে নিয়ে যাবে। অপর এক বর্ণনায় আছে, আদন (এডেন)-এর অভ্যন্তর হ’তে আগুন বের হবে। যা মানুষকে সমবেত হওয়ার স্থানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে।

অপর এক বর্ণনায় দশম লক্ষণ সম্পর্কে বলা হয়েছে, এমন বাতাস প্রবাহিত হবে, যে বাতাস কাফেরদের নিক্ষেপ করবে।(২) আর বিশেষ করে ক্বিয়ামত তখনই সংঘটিত হবে যখন যমীনে ‘আল্লাহ, আল্লাহ বলার কোন মানুষ থাকবে না’।(৩) যখন মানুষ আল্লাহ তা‘আলাকে স্মরণ করবে না, তাঁর দাসত্ব করবে না তখনই ক্বিয়ামত সংঘটিত হবে।

কারণ আল্লাহর যিকির ও ইবাদত হচ্ছে দুনিয়ার স্থায়ীত্বের প্রমাণ। আল্লাহ তা‘আলা দুনিয়ার মধ্য থেকে নেক আমলকারী ব্যক্তি ও সৎ, ঈমানদার ব্যক্তিদের উঠিয়ে নিবেন এবং খারাপ ও নিকৃষ্ট মানুষের উপর ক্বিয়ামত সংঘটিত করবেন। (মুসলিম, বঙ্গানুবাদ মিশকাত হা/৬২৩০, মুসলিম মিশকাত হা/৫২৮২, মুসলিম মিশকাত হা/৬২৮৩)।
২০ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে