রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৪৩:০৮

জেনে নিন, কোন নবী কত বছর বেঁচে ছিলেন

জেনে নিন, কোন নবী কত বছর বেঁচে ছিলেন

জুবায়ের আল মাহমুদ রাসেল: মূলত হযরত মুহাম্মদ (সা.)-এর আগের নবী এবং তাদের উম্মতরা বেশি দিন বাঁচত। ফলে তারা মহান আল্লাহ তায়ালার ইবাদত করার সময় বেশি পেত। পরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা.) মহান আল্লাহ তায়ালার কাছে উম্মতদের জন্য ফরিয়াদ করলে আল্লাহ তায়ালা লাইলাতুল কদরের রাত কে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন। ফলে শেষ নবীর উম্মতরা কম সময় বেঁচে থাকলেও অনেক বেশি ইবাদত করার সুযোগ পায়।

কোন নবী কত দিন বেঁচে ছিলেন তা জেনে নিয়ে একটু ধারণা নিন ওই সকল নবী এবং তাদের উম্মতরা মহান আল্লাহ তায়ালার ইবাদত করার জন্য কতটা সময় পেত-

১। আদম (আ)- ১০০০ বছর।
২। নূহ (আ)- ৯৫০ বছর।
৩। শুয়াইব (আ)- ৮৮২ বছর।
৪। সালেহ (আ)- ৫৮৬ বছর।
৫। যাকারিয়া (আ)- ২০৭ বছর।
৬। ইব্রাহিম (আ)- ১৯৫ বছর।
৭। সুলাইমান (আ)- ১৩৭ বছর।
৮। ইয়াকুব (আ)- ১২৯ বছর।
৯। মুসা (আ)- ১২৫ বছর।
১০। ইসহাক (আ)- ১৫০ বছর।
১১। হারুন (আ)- ১১৯ বছর।
১২। ইউসুফ (আ)- ১১০ বছর।
১৩। বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা)- ৬৩ বছর।,
২০ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে