রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৪৬:০৩

এ মাসে সওয়াব বহুগুণে বেশি

এ মাসে সওয়াব বহুগুণে বেশি

ইসলাম ডেস্ক : রমজান হলো ইসলামী বর্ষপঞ্জিকা অনুসারে নবম মাস, যে মাসে বিশ্বব্যাপী মুসলমানরা উপবাস থেকে সাওম পালন করে থাকেন।  রমজান মাসে রোজা পালন ইসলামের পঞ্চম স্তম্ভের মধ্যে তৃতীয়তম।  রমজান মাস চাঁদ দেখার ওপর নির্ভর করে।

এ মাসে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম ব্যক্তির ওপর সাওম পালন ফরজ কিন্তু অসুস্থ, গর্ভবতী, ডায়াবেটিক রোগী, ঋতুবর্তী নারীদের ক্ষেত্রে তা শিথিল করা হয়েছে।  

সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব প্রকার পানাহার, পঞ্চইন্দ্রিয়ের দ্বারা গুনাহের কাজ এবং যৌনসংগম (স্বামী-স্ত্রীর ক্ষেত্রে) থেকে বিরত থাকা।
এ মাসে মুসলিমগণ অধিক ইবাদত করে থাকেন।  কারণ অন্য মাসের তুলনায় এ মাসে ইবাদতের সওয়াব বহুগুণে বেশি, যা নির্ভরযোগ্য হাদিস দ্বারা প্রমাণিত।  
নাসরীন জাহান পিংকি
জাতীয় আইন কলেজ, ঢাকা
ফেডেক্স কমিউনিকেশন সেকশন।
২০ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে