সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ১০:২৯:০২

মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নেই: এরশাদ

মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নেই: এরশাদ

রংপুর: দেশে নির্বাচন দাবি করার মতো কোনো দল না থাকায় মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এইচ এম এরশাদ। এই মুহূর্তে দেশে কোনো বিরোধী দল নেই বলেও দাবি তার।

বুধবার সকালে রংপুরে নিজ বাসভবন ‘পল্লীনিবাসে’ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

জাপা চেয়ারম্যান এরশাদ বলেন, পাঁচ বছর পরই সরকার নির্বাচন দেবে। মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। কারণ মাঠে কোনো অপজিশন নেই।

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, দেশে আইনের শাসন না থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। যে যাকে খুশি মারছে। আমাদের নাগরিক জীবন বিপদগ্রস্ত হয়ে পড়েছে। এজন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেন তিনি।

মন্ত্রিসভা থেকে জাপা সদস্যরা বেরিয়ে আসবে কিনা জানতে চাইলে এরশাদ বলেন, তাদের বেরিয়ে আসতে সময় লাগবে।
১৯ আগস্ট ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে