সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৩০:২১

বিদেশিদের পরামর্শে দেশ পরিচালিত হবে না : নৌমন্ত্রী

বিদেশিদের পরামর্শে দেশ পরিচালিত হবে না : নৌমন্ত্রী

মাদারীপুর: নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, সংবিধান উপেক্ষা করে কূটনীতিকদের কথায় দেশ পরিচালিত হবে না।  মুক্তিযুদ্ধের চেতনায় দেশের মানুষই দেশ পরিচালনার সিদ্ধান্ত নেবে।


রোববার মাদারীপুরে মুক্তিযোদ্ধা মিলনায়তনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  

অনুষ্ঠানে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের শিক্ষক ও সাংবাদিক ইয়াকুব খান শিশিরের দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি।

নৌমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে বাংলাদেশের মানুষ দেশ স্বাধীন করেছে।  ৩০ লাখ মানুষ জীবন দিয়ে স্বাধীন করেছে।  সেই দেশে কোনোক্রমেই বিদেশিদের পরামর্শে দেশ পরিচালনা করা হবে না।  

তিনি বলেন, আমাদের সমস্যা আমরাই সমাধান করব।  সেই সাথে সন্ত্রাসকে মোকাবেলা করেই আমরা এগিয়ে যাব।

এ সময় বিএনপির টানা অবরোধ-হরতালের তীব্র সমালোচনা করেন মন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মিয়াজ উদ্দিন খান, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে।
৮ মার্চ,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে