সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৫৮:২৩

লোগাং বাজার থেকে শান্তিনগর রোডে চলাচল প্রায় বন্ধ

লোগাং বাজার থেকে শান্তিনগর রোডে চলাচল প্রায় বন্ধ

মোঃ মিনহাজুল ইসলাম(হৃদয়)খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার পানছড়ি থানার লোগাং ইউনিয়নে  দুই দিন টানা বর্ষনের ফলে ব্যাপক আঘাত আনে  রাস্তাঘাট ও সাঁকোর উপর।এর ফলে লোগাং বাজার থেকে শান্তিনগর রোডে চলাচল প্রায় বন্ধ। স্থানীয়রা জানান, এই রোডে প্রায় দুই হাজার লোক প্রতিদিন  চলাচল করে থাকে, তারমধ্যে প্রতিদিন  ১ হাজার উপজাতি জনগোষ্ঠীর  চলাচলের একমাত্র মাধ্যম বলে জানা গেছে।

আজ সকালে উক্ত সাঁকোটি সরজমিনে গিয়ে দেখতে পেলাম অনেক লোক জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন যানবাহন পাড়া-পাড় করছেন।  সাঁকোটি অতিক্রম করে বাজারে যেতে দূর্ভোগ পোহাতে হচ্ছে। কিন্তু সাঁকো ভাঙ্গনের ফলে উপ-জাতীরা ও স্থানীয় গ্রামবাসীরা আছেন বিপাকে।স্থানীয় মেম্বার মোঃ মনির হোসেন জানান,এই রোড ইতিপূর্ব ৫-৭ বার ভাঙ্গলেও স্থানীয়  জনগণের সাহায্য ও সহযোগিতায় সাঁকোটি মেরামত করা হয়,এই বিষয়টি পানছড়ি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হয়েলেও কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ গ্রহন করেনি।
৩১ আগস্ট, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে