সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ১১:০৫:৩৭

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে সর্বোচ্চ উৎপাদন

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে সর্বোচ্চ উৎপাদন

মঈন উদ্দীন বাপ্পী,রাঙামাটি প্রতিনিধিঃ বর্ষণ ও পার্শ্ববর্তি ভারত থেকে পাহাড়ী ঢল নামতে থাকায় কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। হ্রদের পানি বাড়ায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও বেড়েছে। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র জানায় গত ২৪ ঘন্টায় পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটে সর্বোচ্চ ২৪০ মেগাওয়ার্ট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হযেছে। যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ উৎপাদন।

 

 

বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদে পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ১৯ফুট বেড়ে ১০৭.২১ ফুট এমএসএল (মিনস সি লেভেল) এ দাঁড়িয়েছে। এ জন্য হ্রদের পানির চাপ কমাতে মঙ্গলবার দুপুর ১২টা থেকে কাপ্তাই বাঁধের ১৬ স্পিল ওয়ে দেড় ফুট খুলে দেয়া হয়েছে। যা দিয়ে প্রতি সেকেন্ড এ ২১ হাজার সিএফএস পানি বের হয়ে যাচ্ছে বলে জানায় পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

 

এদিকে হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় রাঙামাটি সদর সহ বিভিন্ন উপজেলায় ফসলী জমি ও হ্রদ তীরবর্তি ঘরবাড়ি পানিতে এখনো ডুবে আছে।

১২ আগস্ট২০১৫/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে