সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ১১:২৫:২৫

‘কাজ করলে হাতের চুড়ি আয়নায় দেখতে হয় না’

‘কাজ করলে হাতের চুড়ি আয়নায় দেখতে হয় না’

শেরপুর : কাজ করলে হাতের চুড়ি আয়নায় দেখতে হয় না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।  বিশ্বব্যাংক এক সময় বলেছিল, তারা পদ্মা সেতু নির্মাণে কোনো টাকা দেবে না।  সেই পদ্মা সেতু এখন নিজেদের টাকায় নির্মিত হচ্ছে।


তিনি বলেন, দেশে সব ক্ষেত্রেই উন্নয়ন হচ্ছে।  তাই বিশ্বব্যাংক বাংলাদেশকে এখন নিন্মমধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে  শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গোজাকুড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে  বিশেষ ভিজিএফ, ছাত্রীদের মাঝে থ্রি পিস, শাড়ি, ট্রাউজার, গেঞ্জি ও খেজুর বিতরণকালে তিনি এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, খালেদা জিয়া দেশকে ধ্বংস করে আর আমরা সৃষ্টি করি।  ছেলেরা খালেদা জিয়ার মতই হয়েছে।  খালেদা জিয়ার এক ছেলে  হেরোইন খেয়ে মরেছে।  আরেক ছেলে ওয়ারেন্টের আসামি।  তিনি লন্ডনে আছেন।  সাহস থাকলে দেশে এসে রাজনীতি করুন।
 
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম, উপজেলা চেয়ারম্যান এ কে এম মোখলেছুর রহমান রিপন, ভাইস চেয়ারম্যান আসমত আরা আসমাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
৯ জুলাই,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে